ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কৃষি জমির মাটি কাটায় সাবেক ইউপি চেয়ারম্যানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
কৃষি জমির মাটি কাটায় সাবেক ইউপি চেয়ারম্যানকে জরিমানা

চট্টগ্রাম: হাটহাজারীতে কৃষি জমির উপরিভাগের মাটি কাটার দায়ে সাবেক ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

শুক্রবার (২৪ মার্চ) বিকাল ৫টার দিকে হাটহাজারীর ধলই ইউনিয়নের এনায়েতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম।

তিনি বাংলানিউজকে বলেন, সরেজমিন পরিদর্শনে দেখা যায়, রাস্তার ঠিক পাশেই এক্সেভেটর দিয়ে একটি আবাদযোগ্য কৃষি জমির মাটি কাটা হচ্ছে। জিজ্ঞাসাবাদে হারুনুর রশিদ তার অপরাধ স্বীকার করেন, পরে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। কৃষি জমি সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।