ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দেশের প্রতি মমতা থাকলে বিএনপি সুস্থ ধারার রাজনীতি করতো: নাছির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
দেশের প্রতি মমতা থাকলে বিএনপি সুস্থ ধারার রাজনীতি করতো: নাছির ...

চট্টগ্রাম: মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বিএনপি যদি দেশকে ভালবাসত তাহলে দেশ উন্নয়নের নানা ইস্যু নিয়ে সরকারের সঙ্গে দেনদরবার করতে পারতো। তা না করে তারা দেশের বিভিন্ন উন্নয়ন নিয়ে জনসাধারণের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে বেড়াচ্ছে।

করোনার টিকায় ওষুধ নেই। টিকাতে সব পানি দেয়া হয়েছে।
করোনার টিকা নিলে মানুষ মারা যাবে। পদ্মা সেতুতে দ্বিগুণ অর্থ লোপাট হয়েছে। উন্নয়নের নামে দেশে অর্থ আত্মসাতের মহোৎসব চলছে। ব্যাংকের টাকা সব সরকার নিয়ে যাচ্ছে। কেউ ব্যাংকে টাকা রাখবেন না। দেশ শ্রীলঙ্কা হয়ে যাবে।  এমন নানা আজগুবি তথ্য দিয়ে মানুষের মনে বিভ্রান্তি ছড়াতেই ব্যস্ত তারা। আবার এখন ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশিদের সাথে চক্রান্ত করছে। দেশের প্রতি মমতা থাকলে বিএনপি অরাজনৈতিক কর্মকান্ড করত না। দেশের প্রতি মমতা থাকলে তারা সুস্থ ধারার রাজনীতি করতো।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে পূর্বাশার আলো’র উদ্যোগে আয়োজিত স্মরণ সভা ও এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পবিত্র রমজান মাস উপলক্ষে শিশু কিশোর সংগঠন পূর্বাশার আলো’র উদ্যোগে সংগঠনের সাবেক সভাপতি মরহুম তাসদিক উদ্দিন চৌধুরী ও সাবেক ছাত্র কল্যান সম্পাদক রেজাউল করিম সিকুর স্মরণে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবু ছাদেকের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক শাহ আলম সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিশেষ অতিথি মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, স্ট্যা স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক জাহেদুল হক, বোয়ালখালী পৌরসভা মেয়র জহুরুল ইসলাম, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি নূর হোসেন, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হেলাল উদ্দিন, পূর্বাশার আলো’র উপদেষ্টা হাজী মো. সাহাবুদ্দিন, প্রতিষ্ঠাতা আতিকুর রহমান আতিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।