ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে মিলাদ মাহফিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে মিলাদ মাহফিল এতিম ছাত্রদের মধ্যে সাঈদ আল নোমানের খাদ্য বিতরণ

চট্টগ্রাম: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯’তম জন্মবার্ষিকী উপলক্ষে তুলাতলী এলাকায় বায়তুর রিদওয়ান এতিমখানা ও মাদ্রাসা-ই- আবু হুরায়রা কমপ্লেক্সে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের উদ্যোগে এবং তরুণ রাজনীতিক ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমানের পৃষ্ঠপোষকতায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

মিলাদ মাহফিল শেষে এতিম ছাত্রদের মধ্যে সাঈদ আল নোমান খাদ্য বিতরণ করেন।  

মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

এ সময় স্থানীয় বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।