ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা  ...

চট্টগ্রাম: হাটহাজারীতে কৃষি জমির উপরিভাগের মাটি কাটার দায়ে নুরুল আলম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।  

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত একটার দিকে হাটহাজারীর গুমান মর্দ্দন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ২টি মাটি বহনকারী গাড়িও আটক করা হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বাংলানিউজকে বলেন, কৃষি জমির মাটি কাটার দায়ে নুরুল আলম নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন হাটহাজারী মডেল থানার একটি টিম, ইউপি সদস্য দিদারুল আলম ও গ্রাম পুলিশ সদস্যরা। কৃষি জমি সুরক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।