ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাসি ও ভেজাল জিলাপি: রাজবাড়ীকে লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
বাসি ও ভেজাল জিলাপি: রাজবাড়ীকে লাখ টাকা জরিমানা ...

চট্টগ্রাম: একদিন আগের অবিক্রীত বাসি জিলাপি বিক্রি এবং নতুন জিলাপিতে হাইড্রোজ ব্যবহার করায় দুই নম্বর গেটের রাজবাড়ী রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

রোববার (২ এপ্রিল) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

তিনি বাংলানিউজকে বলেন, ইফতারে জিলাপি অনেক রোজাদারের পছন্দ। তাই চাহিদাও বেশি।

এ সুযোগ কাজে লাগিয়ে একদিকে ভেজাল জিলাপি যেমন বিক্রি হচ্ছে তেমনি আগের দিনের বাসি জিলাপিও বিক্রি হচ্ছে। বিষয়টি তদারকির জন্য আমরা দুই নম্বর গেটের রাজবাড়ী রেস্টুরেন্টে অভিযান চালাই। সেখানে আমরা আগের দিন তৈরি বাসি জিলাপি যেমন পেয়েছি তেমনি হাইড্রোজ ব্যবহার করা জিলাপির খামিরও পেয়েছি।  

হাইড্রোজ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল উপকরণ। এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মূলত জিলাপির খামির দ্রুত গাজনের (প্রক্রিয়া) জন্য অবৈধভাবে হাইড্রোজ ব্যবহার করা হচ্ছে। যদি ২ ঘণ্টা আগেও জিলাপির খামির তৈরি করে রাখা হয় তাহলে হাইড্রোজ বা কোনো কেমিক্যাল দেওয়ার প্রয়োজন পড়ে না।  

এ ছাড়া তারা যে কেওড়া জল ব্যবহার করছে তা কী দিয়ে তৈরি উপকরণের নাম, কোম্পানির নাম কিছুই বোতলের গায়ের লেবেলে নেই। রেস্টুরেন্টের রান্নার পরিবেশও অস্বাস্থ্যকর। সব মিলে সতর্ক করার পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

জান্নাত রেস্টুরেন্টকে ইফতার সামগ্রী ছাপানো নিউজপ্রিন্টের ওপর রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।   

এর আগে মিমি সুপার মার্কেটের সেফওয়ে কসমেটিকসকে ৩০ হাজার টাকা এবং মনি শাড়িজকে ১০ হাজার টাকা জরিমানা হয়েছে বলে জানান ভোক্তা অধিকারের এ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।