চট্টগ্রাম: কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রামের কমিশনার মোহাম্মদ শফি উদ্দিনের সঙ্গে মতবিনিময় করেছেন বিজিএমইএর সহায়ক কমিটির সদস্য এমডি এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে বিজিএমইএ নেতারা ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল চারটায় বন্ড কমিশনারেটের কার্যালয়ে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক প্রথম সহ-সভাপতি নাসিরউদ্দিন চৌধুরী ও সৈয়দ নজরুল ইসলাম, সাবেক পরিচালক এএম মাহাবুব চৌধুরী, হাসানুজ্জামান চৌধুরী, মোহাম্মদ মুসা, অঞ্জন শেখর দাশ, সাইফ উল্লাহ মনসুর, এএম শফিউল করিম (খোকন), বিজিএমইএর সদস্যরা।
এমডিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনীতির প্রাণ হিসেবে খ্যাত রপ্তানিকারক তৈরি পোশাক শিল্প আজ ইতিহাসের কঠিন সংকটে। বিগত সরকারের সম্পদ ও অর্থ লুটপাটের জেরে অর্থনৈতিক পরিস্থিতি বেসামাল।
এ অবস্থায় দেশের সব মানুষের সাথে সরকারের সহযোগিতা ছাড়া এ শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব নয়। কঠিন এই সময়ে সরকারি বিভিন্ন আইনগত সামষ্টিক বিষয়গুলোর সহজীকরণ ছাড়া এ শিল্প টিকিয়ে রাখা যাবে না।
তিনি বিশেষ করে কাস্টমস বন্ড সম্পর্কিত এইচএস কোড সংযোজন, বৎসরিক অডিট, এফওসি এবং কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিবিএমএস) এবং বন্ড সংক্রান্ত বিষয়াদি সহজ ও সরলীকরণের মাধ্যমে অতি দ্রুততার সঙ্গে সেবা দেওয়ার জন্য কাস্টমস বন্ড কমিশনারকে অনুরোধ জানান।
বন্ড কমিশনার মোহাম্মদ শফি উদ্দিন বলেন, জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও বিপুল সংখ্যক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি করে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চট্টগ্রাম অঞ্চলে পোশাক শিল্পসহ অন্যান্য শিল্প স্থাপন ও কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বন্ড কমিশনারেট সচেষ্ট রয়েছে।
পোশাক শিল্পের বন্ড সংশ্লিষ্ট কার্যক্রমে বিদ্যমান জটিলতা নিরসনপূর্বক দ্রুততার সঙ্গে কার্যক্রম সম্পাদন করার আশ্বাস দেন তিনি।
বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এআর/টিসি