ঢাকা, মঙ্গলবার, ৫ কার্তিক ১৪৩২, ২১ অক্টোবর ২০২৫, ২৮ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন বুধবার, ৭ পদে লড়ছেন ১৬ প্রার্থী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৬, অক্টোবর ২১, ২০২৫
চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন বুধবার, ৭ পদে লড়ছেন ১৬ প্রার্থী ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারি পদের প্রার্থীরা।

চট্টগ্রাম: দ্বিতীয় বারের মতো প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত হতে যাচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের নির্বাচন। নির্বাচন ঘিরে প্রার্থীরা জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

বুধবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে বেশিরভাগ প্রার্থীর একটাই প্রতিশ্রুতি জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতালে দুর্নীতিমুক্ত করে স্বল্প খরচে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা।  

রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের পদাধিকার বলে চেয়ারম্যান হন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান।

বর্তমানে চেয়ারম্যান না থাকায় জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নূরুল্লাহ নূরী চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দুইজন, সেক্রেটারি পদে তিনজন এবং সদস্য পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্য থেকে ভাইস চেয়ারম্যান হবেন একজন, সেক্রেটারি একজন এবং কার্যকরী সদস্য হবেন ৫ জন। এ নির্বাচনে ১৬ জন বিভিন্ন পদে প্রার্থী হয়েছেন। যার মধ্যে রয়েছে- ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি এবং কার্যকরী সদস্য। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার রয়েছেন ২ হাজার ৮৩৯ জন। ভোট প্রদানের সময় অবশ্যই জাতীয় পরিচয়পত্র ও সদস্য কার্ড প্রদর্শন করতে হবে।

ব্যানার ফেস্টুনের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রার্থীরা নিজেদের প্রচারণা চালাচ্ছেন। আবার মুঠোফোনের মাধ্যমে ভোট চাচ্ছেন। অনেকে ভোটারদের সাথে ব্যক্তিগতভাবে দেখা করে ভোট চাইছেন।

ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আসিফ চৌধুরী বলেন, দুর্নীতিমুক্ত মানবিক প্রতিষ্ঠান হিসেবে আমরা এটিকে গড়ে তুলতে চাই। হাসপাতালের আধুনিকায়ন, জনবান্ধব ও গরীববান্ধব করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। নির্বাচিত হলে আমি উন্নয়নের সহযোগী হিসেবে কাজ করে যাবো।  

বর্তমান ভাইস চেয়ারম্যান ও নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম ইউছুফ বলেন, জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতাল এখনও কাগজে-কলমে কোনোভাবে চলছে। দুর্নীতির আখড়া হিসেবে এটি পরিচিত হয়েছে, যেটি সর্বমহলে স্বীকৃতি পেয়েছে। তাই আমরা এটাকে পরিবর্তন করে নতুনত্বে আনতে চাই।

বর্তমান সেক্রেটারি ও নির্বাচনে সেক্রেটারি প্রার্থী অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন বলেন, রেড ক্রিসেন্ট হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। আমি সেবামূলক কাজ করতে চাই। ভোটারদের কাছে ভোট ও দোয়া প্রত্যাশা করছি।

সেক্রেটারি পদের প্রার্থী কামাল হোসেন চৌধুরী বলেন, হাসপাতালটি দীর্ঘদিন ধরে সিন্ডিকেটের কবলে পড়ে আছে। সেখান থেকে বের করে আমার মূল লক্ষ্য। রেড ক্রিসেন্টের ভূমি নিয়ে যে জটিলতা আছে, সেটি সমাধান করতে সর্বোচ্চ লড়বো। পুরো সোসাইটির সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে। সেবার নামে যে দুর্নীতি হচ্ছে তা বন্ধ করতে হবে।  

আরেক সেক্রেটারি প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, এখানে লাইফ মেম্বারদের সাথে তেমন যোগাযোগ করা হয় না। আমরা চাই, লাইফ মেম্বারদের পরামর্শ নিয়ে এটা পরিচালনা করা হবে। পাশাপাশি উত্তম সেবা প্রদান, অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের স্থায়ীকরণসহ হাসপাতালের কাজের পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করবো।

কার্যকরী সদস্য প্রার্থীরা হলেন, সৈয়দ মো. আবুল কালাম আজাদ, প্রকৌশলী মো. জাবেদ আবছার চৌধুরী, এমদাদুল আজিজ চৌধুরী, অধ্যাপক মো. নুরুল আনোয়ার, জাহাঙ্গীর আলম বাবর, মো. রায়হানুল আনোয়ার রাহী, অ্যাড. রাহিম উদ্দিন চৌধুরী, মো. আযম খান, অধ্যাপক মিলটন কুমার, সাবরিনা জাহান ও মোহাম্মদ আলমগীর।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের ২০২৫-২০২৭ মেয়াদে কার্যনির্বাহী কমিটি গঠনে জাতীয় সদর দপ্তরের নির্দেশনা অনুসরণ করে নির্বাচনী তফসিল ঘোষণা করা করা হয়। হয়। গত ৫ অক্টোবর নির্বাচনি তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এবং চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত।

সোমবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের এই নির্বাচনকে আমরা একটি উদাহরণ হিসেবে দেখতে চাই, যেখানে প্রার্থীরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং ভোটাররা স্বাধীনভাবে ভোট প্রদান করবেন। কমিশন নির্বাচনের প্রতিটি ধাপ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসন ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।