ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ডিআইআরআই আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনে সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
ডিআইআরআই আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনে সভা ...

চট্টগ্রাম: দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই)’র উদ্যোগে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগিতায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কনফারেন্স উপলক্ষে প্রথম যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যানের কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্বধর্ম বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

 

সভায় অংশগ্র্রহণ করেন ডিআইআরআই’র ম্যানেজিং ট্রাস্টি ও মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন আলহাজ সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী, অধ্যাপিকা ড. ফারজিন হুদা, অধ্যাপক ড. মো. আবু সায়েম, অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারী অধ্যাপিকা রহিমা আকতার, ডিআইআরআই’র সদস্য মুহাম্মদ মহিউদ্দীন এনায়েত, মেজবাউল আলম শৈবাল ও শেখ শাকিল মাহমুদ।

আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপস্থিতির মাধ্যমে এবং ২২ ও ২৩ সেপ্টেম্বর অনলাইনে ‘সুফিবাদের সমাজ বিজ্ঞান, পূর্ণ-মানবতা এবং সামাজিক সম্প্রীতির ঐশ্বরিক অন্বেষণ (আইসিএসএসপিএইচডিওএসএইচ ২০২৩)’’শিরোনামে আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হবে।

ডিআইআরআই’র উদ্যোগে চতুর্থ বারের মতো আয়োজিত আন্তর্জাতিক এই কনফারেন্সে অংশগ্রহণ করতে লেখক ও গবেষকদের কাছ থেকে লেখা আহ্বান করা হয়েছে। এবস্ট্রাক্ট জমা দেওয়ার সময় ১৫ জুন, এবস্ট্রাক্ট গ্রহণ করার সময় ১৫ জুলাই এবং ফাইনাল পেপার জমা দেওয়ার সময় ১৬ আগস্ট নির্ধারণ করা হয়েছে।  

সুফিজম নিয়ে গবেষণার লক্ষ্যে মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.) ২০১৯ সালে দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই) প্রতিষ্ঠা করেন।  

ডিআইআরআই ইতোমধ্যে তিনটি আন্তর্জাতিক কনফারেন্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গাউছুল আজম মাইজভাণ্ডারী সৈয়দ আহমদ উল্লাহ (ক.) স্মারক বক্তৃতা, আলোকচিত্রের মাধ্যমে সুফিজমকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আন্তর্জাতিক ছবি প্রতিযোগিতা এবং চট্টগ্রাম, খুলনা ও সিলেটে প্রদর্শনীর আয়োজন করেছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।