ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ঘূর্ণিঝড় মোখা

ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ৩ বিভাগে ইমারজেন্সি সেল গঠন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, মে ১৪, ২০২৩
ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ৩ বিভাগে ইমারজেন্সি সেল গঠন প্রতীকী ছবি

চট্টগ্রাম: ধেয়ে আসছে চরম প্রবল ঘূর্ণিঝড় মোখা। সময় যত যাচ্ছে বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে ‘মোখা’।

এসময় ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ইমারজেন্সি সেল গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।  

রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী বলেন, সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।

পরিস্থিতি পর্যবেক্ষণে তিন বিভাগে তিনটি ইমারজেন্সি সেল সার্বক্ষণিক কার্যক্রম চালাবে। তারা পর্যবেক্ষণ করে কোনো রুটে সমস্যার আশঙ্কা থাকলে ওই রুটে অপারেশন বন্ধ রাখবে।

তিনি আরও বলেন, এই সেলের সদস্যরা স্থানীয় প্রশাসনের সঙ্গে ২৪ ঘণ্টা যোগাযোগ রাখবেন। কোথাও কোনো সমস্যা দেখা দিলে ট্রেন চলাচল বন্ধ রাখবেন তারা।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন বলেন, আগামীকাল রোববার চট্টগ্রাম থেকে সব ট্রেন ঠিক সময়ে ছেড়ে যাবে। তবে আমাদের কন্ট্রোল রুম সার্বক্ষণিক যোগাযোগ রাখবে। চালকদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।  

আগামীকাল রোববার(১৪ মে) ভোরের দিকে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মোখা। সাম্প্রতিক সময়ের ঘূর্ণিঝড়ের চেয়ে এর প্রভাব বেশি থাকার আশঙ্কা রয়েছে। এই কারণে ইতিমধ্যে সব বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। বন্দরের অপারেশন কার্যক্রমও বন্ধ।  

বাংলাদেশ সময়: ২৪০৫ ঘণ্টা, মে ১৪, ২০২৩ 
বিই/টিসি


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।