ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চাঁদের শাস্তি চান চবির শিক্ষকরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, মে ২৮, ২০২৩
চাঁদের শাস্তি চান চবির শিক্ষকরা ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি। মানববন্ধনে শিক্ষকরা হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে রাজাকার আখ্যায়িত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রোববার (২৮ মে) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে চবির বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।

 

এ সময় 'আর কোনো দাবি নাই, চাঁদ রাজাকারের ফাঁসি চাই', 'বঙ্গবন্ধুর বাংলায় চাঁদ রাজাকারদের ঠাঁই নাই', 'শেখ হাসিনার বাংলায় আগুন সন্ত্রাসীদের ঠাঁই নাই' এরকম বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড হাতে প্রতিবাদ করতে দেখা যায় শিক্ষকদের।

চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, স্বাধীতার আগে কিংবা পরে এ দেশের ইতিহাস মসৃণ ছিল না। অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। ঠিক একইভাবে স্বাধীনতা রক্ষা করাও খুব সহজ নয়। আমরা দেখেছি যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি সেই বঙ্গবন্ধুকেই হত্যা করা হয়ছে ১৯৭৫ সালে। একইভাবে অনেকবার দেশনেত্রী শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা করা হয়েছে। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এসব দেখে চুপ থাকবে না৷ 

উপ উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে রুখে দেয়ার জন্য নানা মহল নানাভাবে চক্রান্ত করে যাচ্ছে। সম্প্রতি তারা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছে। আজকের এ মানববন্ধন থেকে আমি এ হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আমি আহ্বান জানাব হুমকির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য।

চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির বিষয়ে অনেকের ইন্ধন রয়েছে। প্রকাশ্যে এমন হুমকির জন্য এ বিএনপি নেতাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মানবন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক নঈম হাছান আওরঙ্গজেব, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন নিজামী, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক  সিরাজ উদ দৌল্লাহ, বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ নাসিম হাসান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা, জীববিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. মোহাম্মদ তৌহিদ হোসেন, হলুদ দলের আহ্বায়ক অধ্যাপক সেকান্দর চৌধুরী, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. খাইরুল ইসলাম, প্রক্টর ড. নুরুল আজীম শিকদার, ছাত্র উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন।

এছাড়াও শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলী আরশাদ চৌধুরী, সদস্য অধ্যাপক ড. লায়লা খালেদা আখিসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মে ২৮, ২০২৩
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।