ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ডেঙ্গুর প্রকোপ কমাতে চসিকে মশক নিধন কার্যক্রম শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, জুন ৪, ২০২৩
ডেঙ্গুর প্রকোপ কমাতে চসিকে মশক নিধন কার্যক্রম শুরু ...

চট্টগ্রাম: ডেঙ্গুর প্রকোপ কমাতে নগরের ৪১ ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম চলবে বলে মন্তব্য করেছেন চসিকের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা জহুর।

রোববার (৪ জুন) সকালে পাঁচলাইশ জাতিসংঘ পার্ক চত্বরে বিশেষ মশক নিধন কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। হাসপাতাল-ক্লিনিকে অনেক ডেঙ্গু রোগী আসছে।

ডেঙ্গুর লার্ভা পরিষ্কার পানিতে হয়। তাই ছাদে, টবে, ফ্রিজের ট্রে-তে পানি যেন না জমে তার জন্য জনগণকে সচেতন হতে হবে। টবের পানি তিনদিন পর পর ফেলে দিতে হবে। নিজের ছাদ পরিষ্কার রাখবেন। আমরা চাই জনসাধারণকে সচেতন করতে, যাতে ম্যাজিস্ট্রেট পাঠাতে না হয়। স্মার্ট নাগরিক হিসেবে সচেতন হতে হবে। মেয়র নান্দনিক চট্টগ্রাম করার স্বপ্ন দেখেন। এর জন্য সবাইকে সচেতন হতে হবে।

বক্তব্য দেন ওয়ার্ড কাউন্সিলর নূর মোস্তফা টিনু, রুমকি সেনগুপ্তা, পাঁচলাইশ আবাসিক এলাকার মো. সেলিম, স্থপতি মেহেদি প্রমুখ।

বক্তারা বলেন, ছাদবাগান ও নির্মাণাধীন ভবনে পানি জমা থাকলে জরিমানা করবে চসিকের ভ্রাম্যমাণ আদালত। যার যার ভবনের সামনের জায়গার পানি নিষ্কাশন, সৌন্দর্যবর্ধন, আলোকায়ন ইত্যাদি ভবন মালিক দেখাশোনা করলে পরিবেশ পরিচ্ছন্ন রাখা সম্ভব।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জুন ০৪, ২০২৩ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।