ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আল-হামিম ইনস্টিটিউটে ফল উৎসব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৯, জুন ৪, ২০২৩
আল-হামিম ইনস্টিটিউটে ফল উৎসব ...

চট্টগ্রাম: ‘মৌসুমী ফল খান, সুস্থ থাকুন বারো মাস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (৪ জুন) নগরের আল-হামিম ইনস্টিটিউটে আয়োজন করা হয় ফল উৎসবের।  

ফল উৎসবে আম, জাম, লিচু, কাঁঠাল, জামরুলের মতো মৌসুমি ফলসহ দেশি-বিদেশি ৩০ রকমের ফলের প্রদর্শনী করা হয়।

এছাড়া শিক্ষার্থীদের হাতে-কলমে পরিচিত করানো হয় সবগুলো ফলের সঙ্গে। কোন ফলের কী উপকারিতা তাও তুলে ধরা হয় শিক্ষার্থীদের কাছে।
অনেক শিক্ষার্থী তাদের প্রিয় ফলের মতো করে সেজেও আসে।  

সভাপতির বক্তব্যে ইনস্টিটিউটের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম বলেন, সুস্থ থাকতে ফল খাওয়ার কোনো বিকল্প নেই। এই ধরনের ফল উৎসব কোমলমতি শিক্ষার্থীদের ফল খেতে এবং সুস্থ জীবন লাভে উৎসাহিত করবে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুন ৪, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।