ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পৌনে ১ কেজি স্বর্ণের দণ্ড জব্দ বিমানবন্দরে 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৮, জুন ৫, ২০২৩
পৌনে ১ কেজি স্বর্ণের দণ্ড জব্দ বিমানবন্দরে  ...

চট্টগ্রাম: একদিনের মাথায় দরজার কবজার মাঝখানে স্বর্ণের দণ্ড রেখে পাচারের সময় আরেকটি চালান জব্দ করা হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।

সোমবার (৫ জুন) সকাল  সাড়ে ৯টায় এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর যৌথভাবে পূর্বতন তথ্যের ভিত্তিতে এ চালানটি জব্দ করে।


 
বিমানবন্দর টার্মিনালের আন্তর্জাতিক আগমনী কনভেয়ার বেল্টের কাছ থেকে যাত্রীবিহীন ১টি ব্যাগেজ হতে ২৪ ক্যারটের আনুমানিক ৭৩৬ গ্রাম ওজনের ১২টি লম্বা দণ্ড আকৃতির স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ ১৭ হাজার ৫৯৬ টাকা।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জুন ০৫, ২০২৩ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।