ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মেট্রোপলিটন রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি মুজিব, সম্পাদক নাছির 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
মেট্রোপলিটন রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি মুজিব, সম্পাদক নাছির  মুজিবুল হক ও নাছির হােসেন।

চট্টগ্রাম: রোটার‌্যাক্ট ক্লাব অব মেট্রোপলিটন চিটাগাংয়ের ২০২৩-২৪ রোটাবর্ষের সভাপতি নির্বাচিত হয়েছেন ক্লাবের গত কমিটির সহ-সভাপতি রোটার‌্যাক্টর মুজিবুল হক ও সাধারণ সম্পাদক রোটার‌্যাক্টর নাছির হােসেন।  

সোমবার (১৩ জুন ) ২০২৩-২৪ রোটাবর্ষের প্রধান নির্বাচন কমিশনার রোটার‌্যাক্টর ফরহাদ শাহরুখ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নব-নির্বাচিত সভাপতি-সম্পাদক পরামর্শক্রমে পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। সারা বিশ্বের ন্যায় আগামী ১ জুলাই রাত ১২টায় স্বয়ংক্রিয়ভাবে দায়িত্বপ্রাপ্ত হবেন।

রোটার‍্যাক্ট হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ যুব সংগঠন যা ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণীদের মাধ্যমে পরিচালিত এবং রোটারি ইন্টারন্যাশনালের সহযোগী হিসেবে কাজ করছে। গত ১৩ মার্চ ২০১৮ বিশ্বের সর্ববৃহৎ যুব সংগঠন হিসেবে রোটার‍্যাক্ট আন্দোলন পার করেছে গৌরবময় ৫০বছর। তরুণ-তরুণীরা এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে পারে। এটা সাধারণত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারাই পরিচালিত হয়। প্রতি বছরের ১ জুলাই সারা বিশ্বে একযোগে সব ক্লাবের নেতৃত্বের পরিবর্তন ঘটে এবং ৩০ জুন আগের নেতৃত্বের অবসান ঘটে। এই ক্লাবের মেম্বাররা রোটার‍্যাক্টর হিসেবে পরিচিত। বর্তমানে সারাবিশ্বে প্রায় ১১ হাজার রোটার‍্যাক্ট ক্লাব এবং প্রায় ২ লাখ ৫০ হাজার রোটার‍্যাক্টর রয়েছেন।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।