ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়া হাসিনা জামাল কলেজের সভাপতির দায়িত্বে আবারও বাবলু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
রাঙ্গুনিয়া হাসিনা জামাল কলেজের সভাপতির দায়িত্বে আবারও বাবলু ...

চট্টগ্রাম: রাঙ্গুনিয়া হাসিনা জামাল ডিগ্রী কলেজের গভর্নিং বডি’র সভাপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়েছেন মো. ইফতেখার হোসেন বাবলু। তিনি বঙ্গবন্ধু পরিষদ, সংযুক্ত আরব-আমিরাত শাখার সভাপতি।

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে ইফতেখার হোসেন বাবলুকে আবারও এ দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব পেয়ে রোববার তিনি কলেজ পরিদর্শনে যান।

এ সময় কলেজের শিক্ষকদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।  

ইফতেখার হোসেন বাবলু বলেন, সভাপতি হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানটির ঐতিহ্য ও সুনাম অক্ষুন্ন রেখে সামনের দিকে আরও এগিয়ে নেয়ার ক্ষেত্রে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। বিশেষ করে শিক্ষার মান ও পরিবেশের প্রতি আমি বিশেষভাবে গুরুত্ব দেবো। রাঙ্গুনিয়ার সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এটাকে গড়ে তোলাই আমার লক্ষ্য। এজন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর একান্ত সহযোগিতা প্রয়োজন। আশা করি প্রত্যেকে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে আমাকে সহযোগিতা করবেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।