ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে সেমিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে সেমিনার ...

চট্টগ্রাম: নগরের জামালখানস্থ চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) সেন্টার ফর বিজনেস ডায়ালগ (সিবিডি) এবং সিআইইউ’র ব্যবসায় অনুষদের শিক্ষার্থী ভিত্তিক ক্লাব সিআইইউ বিজনেস স্টুডেন্ট সোসাইটি (সিআইইউ বিএসএস)’র যৌথ উদ্যোগে সেমিনার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।  

ব্রিজ টু দি ফিউচার: লেট’স বিল্ড ইট টুগেদার শিরোনামে সেমিনারে মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিবিডি’র নির্বাহী পরিচালক ইনতেজার মেহবুব।

স্বাগত বক্তব্য দেন সিআইইউ’র ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক ড.  সৈয়দ মনজুর কাদের। বক্তব্য দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদের শিক্ষক ড. মাহমুদ হাসান।
 

প্যানেল আলোচক হিসেবে অংশগ্রহণ করেন জিএসটিই ডিজাইনস’র সোর্সিং পরিচালক হাদ্দিদ আহমেদ, উলমার্কের কান্ট্রি ডেভেলপমেন্ট রিপ্রেজেন্টেটিভ আজিজুর রহমান খান, ইস্পাত নির্মাতা প্রতিষ্ঠান  বিএসআরএম এর সেলস অ্যান্ড মার্কেটিং হেড মো. ইমতিয়াস উদ্দিন চৌধুরী এবং সিআইইউ’র ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের।  

সংলাপে  বক্তারা ব্যবসা পরিচালনা, বিক্রয়, বিপণন এবং ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন বিষয়াদি শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন এবং কর্পোরেট প্রতিষ্ঠানের বিভিন্ন সেক্টরে মেধাবীদের যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের অংশগ্রহণে পরবর্তীতে প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়।  

সেমিনারে সিআইইউ’র  ব্যবসা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।