ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

১০ দিনের শাহাদাতে কারবালা মাহফিল শুরু ২০ জুলাই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
১০ দিনের শাহাদাতে কারবালা মাহফিল শুরু ২০ জুলাই সভায় বক্তব্য রাখছেন সূফি মোহাম্মদ মিজানুর রহমান

চট্টগ্রাম: জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে আহলে বায়তে রাসুলের স্মরণে আগামী ২০ জুলাই (বৃহস্প্রতিবার) থেকে শুরু হচ্ছে ঐতিহাসিক আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল।  

দশদিন ব্যাপী ৩৮তম মাহফিলে বিশ্ব বরেণ্য ইসলামিক স্কলার, পীর মাশায়েখ আহলে বায়তে রসুলের মান-মর্যাদা নিয়ে আলোচনা করবেন।

মাহফিলের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি।  

শনিবার (৮ জুলাই) সন্ধ্যায় জমিয়াতুল ফালাহ মসজিদের নিচতলায় সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন শাহাদাত-এ-কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। আহলে বায়তের শানে ১ থেকে ১০ মহররম পর্যন্ত আয়োজিত মাহফিল সফল করতে সকল ধর্মপ্রাণ, নবী প্রেমিকদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মাহফিলে মিশর, শ্রীলংকা, ইরাক, ভারতসহ বিভিন্ন দেশের ইসলামিক স্কলারগণ প্রতিদিন বক্তব্য রাখবেন।  

প্রস্তুতি সভায় জানানো হয়, আগামী ২০ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত প্রতিদিন বাদ আছর আহলে বায়তে রাসুলের উপর আলোচনা অনুষ্ঠিত হবে। দেশবরেণ্য আলেমদের পাশাপাশি প্রতিদিন বিদেশি ইসলামিক স্কলারগণ বক্তব্য রাখবেন। আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলে যোগদান করে আহলে বায়তে রাসুলের মহব্বত অন্তরে ধারণ করে দু’জাহানের কামিয়াবি হাসিল করার আহ্বান জানানো হয়।  

মাহফিলে প্রতিদিন বিশ্ব বরেণ্য ইসমালিক স্কলার, পীর মাশায়েক, মন্ত্রীবর্গ, সংসদ সদস্য, শিক্ষাবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবী, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও দেশবরেণ্য আলেমগণ উপস্থিত থাকবেন।  

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব মওলানা আবু তালেব মো. আলাইদ্দিন. গাউছিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, পিএইচপি ফ্যামিলির পরিচালক ও মাহফিলের প্রধান সমন্বয়ক আলী হোসেন সোহাগ, আয়োজক কমিটির সহ সভাপতি সিরাজুল মোস্তফা, খোরশেদুর রহমান, প্রফেসর কামাল উদ্দিন, অর্থ সম্পাদক আবদুল হাই মাসুম, ড. মাওলানা জাফর উল্লাহ, প্রচার সম্পাদক দিলশাদ আহমেদ, মোহম্মদ সাইফুদ্দিন, হাফেজ সালামত উল্লাহ, মনসুর শিকদার শিকদার, মাহবুবুল আলম, এসএম শফি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।