ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দেশের সংকট নিরসনে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে: শামীম 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
দেশের সংকট নিরসনে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে: শামীম  ...

চট্টগ্রাম: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বাংলাদেশের মানুষ সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করবে। তাই এই সরকারকে আর সময় দেওয়া যাবে না।

দেশে যে সংকট সৃষ্টি হয়েছে তা থেকে রক্ষা পেতে হলে এই সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে।  

সোমবার (১০ জুলাই) বিকেলে কর্ণফুলী উপজেলা বিএনপির কার্যালয়ে আগামী ১৬ জুলাই চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক-জনতার মহাসমাবেশের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

শামীম বলেন, সরকার আবারও ২০১৪ এবং ২০১৮ সালের মতো পাতানো নির্বাচন করার জন্য পাঁয়তারা করছে। কিন্তু এবার আর সে সুযোগ দেয়া হবে না। বর্তমান সরকারের দুঃশাসনের অবসান ঘটানোর লক্ষেই বিএনপি আন্দোলন করছে।  

কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব হাজী মো. ওসমানের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। বিশেষ অতিথির বক্তব্য দেন দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক ডা. মহসিন খান তরুণ।  

সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন ফয়সাল, আব্দুল গফুর মেম্বার, মো. হোসেন বাবুল, সোলেমান দৌভাষী, আব্দুল কাদের, আবু তাহের, কাজী মাঈনুদ্দীন টীপু, সালাউদ্দিন, মো. ওয়াসিম, ফারুক, হানিফ, মনির আহমেদ, মো. সেলিম, এজাবত উল্লাহ, ছালে জহুর, আজাদ, ওলি আহমদ, আব্দুল কাদের, মো. সেলিম, কায়সার চৌধুরী, মো. আলী দানু, হারুন সওদাগর, ইদ্রিস আমিরী, যুবদল নেতা নুরুল ইসলাম, জাহিদুল ইসলাম শামীম, স্বেচ্ছাসেবক দল নেতা মনির আহমদ, মো. ফারুক, মো. দিদার, শ্রমিক দল নেতা তৈয়মুল আলম আঙ্গুর, দস্তগীর চৌধুরী, মো. ইলিয়াছ, মনির আহমদ, ছাত্রদল নেতা কামরুউদ্দীন সবুজ, শাখাওয়াত হোসেন মিশু, হারুনুর রশীদ ও ফরহাদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।