ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মশার লার্ভা পাওয়ায় ৯২ হাজার টাকা জরিমানা 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
মশার লার্ভা পাওয়ায় ৯২ হাজার টাকা জরিমানা  ছবি প্রতীকী

চট্টগ্রাম: নগরের দক্ষিণ খুলশীতে মশার লার্ভা পাওয়ায় ১২ ভবন মালিককে ৯২ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ জুলাই) এ অভিযান পরিচালিত হয়।

 

এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম জানান, খুলশী ভিআইপি আবাসিক এলাকার মতো অভিজাত এলাকায়ও অসচেতনতার কারণে জমে থাকা পানিতে মশার প্রজনন হচ্ছে। এমনকি কয়েকজন চিকিৎসকের বাড়ি ও স্বনামধন্য প্রতিষ্ঠানের ভবনেও জমে থাকা পানিতে লার্ভা পেয়েছি আমরা।

নাগরিকদের সচেতনতা ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়।  

এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

এর আগে ৫-১০ জুলাই নির্মাণাধীন বাড়ির নিচতলা ও ছাদ, ছাদবাগান কিংবা বাড়ি বা প্রতিষ্ঠানের পরিত্যক্ত স্থানে পানি জমে থাকায় ৪টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে ১৯ জনকে প্রায় ২ লাখ টাকা জরিমানা করেছে চসিক।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।