ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চবির সেই ছাত্রলীগ নেতার কক্ষ সিলগালা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৫, সেপ্টেম্বর ৪, ২০২৩
চবির সেই ছাত্রলীগ নেতার কক্ষ সিলগালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী ও নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের মামলার আসামী শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাজু মুন্সির কক্ষ সিলগালা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  

সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে ৮টার দিকে আইন শৃঙ্খলা বাহিনির সহায়তায় রাজু মুন্সির অবস্থানের সম্ভাব্য জায়গাগুলোতে খোঁজ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

 

এসময় রাজু মুন্সিকে না পেয়ে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলে রাজু মুন্সির দখলে থাকা ৪৩৫ নম্বর কক্ষটি সিলগালা করেছে প্রশাসন।  

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম শিকদার বলেন, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় তার অবস্থানের সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি।

তবে তাকে কোথাও পাওয়া যায়নি। তবে আমরা শাহজালাল হলে তার কক্ষটি সিলগালা করে দিয়েছি। তাকে খুঁজে পেলেই গ্রেফতার করা হবে।

এর আগে গত ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সৈয়দ জাহাঙ্গীর ফজল ও নিরাপত্তা কর্মকর্তা শেখ মোহাম্মদ আব্দুর রাজ্জাককে মারধর করেন শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাজু মুন্সি। এ ঘটনায় একইদিন রাতে হাটহাজারী থানায় বাদি হয়ে একটি মামলা দায়ের করেন নিরাপত্তা কর্মকর্তা শেখ মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৩
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।