ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি রাশেদুল ইসলাম 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি রাশেদুল ইসলাম  ...

চট্টগ্রাম: জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন লোহাগাড়া থানার রাশেদুল ইসলাম।  

মঙ্গলবার ( ৫ সেপ্টেম্বর ) বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসে আয়োজিত মাসিক কল্যাণ ও আইনশৃঙ্খলা সভায় তাঁর হাতে সম্মাননা সনদ তুলে দেন জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ ।

 

জানা যায়, আগস্ট মাসে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য জব্দ, সাজাপ্রাপ্ত ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত অসংখ্য পলাতক আসামি গ্রেফতার এবং উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক কাজের মূল্যায়নের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার দেওয়া হয়।

ওসি রাশেদুল ইসলাম গত ১৯ জুলাই লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব নেন।

 থানায় যোগদানের পর কৃতিত্বের সঙ্গে কাজ করে মাদক, ছিনতাই, চুরি ও চুরিকৃত পণ্য উদ্ধারসহ বেশ কিছু মামলার আসামি ও অপরাধীদের আটক করতে সক্ষম হয়েছেন।  
 
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, কাজের স্বীকৃতি পাওয়াটা আনন্দের। স্বীকৃতি পেলে কাজের গতি বাড়ে, আনন্দ পাওয়া যায়। আমি মনে করি, আমার সেই কাজের স্বীকৃতিই আমি পেয়েছি। এই অর্জনে আমিও আনন্দিত। পাশাপাশি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জানাই।

ওসি রাশেদুল ইসলাম ২০১০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক পদে যোগ দেন। ২০১৯ সালে পদোন্নতি পেয়ে পুলিশ পরিদর্শক হিসেবে চট্টগ্রাম নগরের ডবলমুরিং, পতেঙ্গা, ইপিজেড, বায়েজিদ থানায় দায়িত্ব পালন করেন৷ 

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।