ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় তরুণীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৯, সেপ্টেম্বর ১৫, ২০২৩
পটিয়ায় তরুণীর মরদেহ উদ্ধার ...

চট্টগ্রাম: পটিয়ার ধলঘাট-পাঁচরিয়া রাস্তার পাশে পড়ে থাকা এক অজ্ঞাত আদিবাসী তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ধলঘাট ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড মুকুটনাইট বাজারের পশ্চিম পাশে কম্বল মোড়ানো মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন।

স্থানীয়রা জানান, একটি বেডশিট ও একটি কম্বল দিয়ে মোড়ানো রক্তমাখা মরদেহ পড়েছিল। ধারণা করা হচ্ছে, তাকে গণধর্ষণের পর হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা।

শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।  

পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানান, অজ্ঞাত নারীর বয়স ২৫ থেকে ৩০ বছর হতে পারে। কপালের ভ্রুতে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।