ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সোমবার অনুষ্ঠিত হবে আঞ্জুমানে নঈমীয়ার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৫, সেপ্টেম্বর ২৩, ২০২৩
সোমবার অনুষ্ঠিত হবে আঞ্জুমানে নঈমীয়ার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী

চট্টগ্রাম: ফটিকছড়ির পাইন্দংয়ে রহমাতুল্লিল আলামীন কমপ্লেক্স ও আঞ্জুমানে নঈমীয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী মাহফিল আগামী সোমবার অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন আল্লামা হাফেজ মাওলানা শাহ আলম নঈমী।  

সভায় ঈদে মিলাদুন্নবী আয়োজন নিয়েই বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসীন কাজী,  মাওলানা হাফেজ নুরুল আমিন রেজভী, অ্যাডভোকেট শরীফ উদ্দিন চৌধুরী, সাংবাদিক সোলাইমান আকাশ,  হাফেজ আবদুল করিম, মোহাম্মদ হোসাইন, হাফেজ কুতুবউদ্দিন প্রমুখ।

 

সভায় সিদ্ধান্ত হয়, সোমবার সকাল সাড়ে সাতটায় মিলাদুন্নবীর জুলুস পাইন্দংস্থ কমপ্লেক্স থেকে শুরু হয়ে মাইজভাণ্ডার শরীফ ও ফরহাদাবাদ দরবার শরীফে ঘুরে বাদ জোহর শেষ হবে। বিকেল তিনটা থেকে শুরু হবে মাহফিল।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
এমআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।