ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাংবাদিক সুমন ঘোষ বাবুর বড় ভাই আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৬, সেপ্টেম্বর ২৮, ২০২৩
সাংবাদিক সুমন ঘোষ বাবুর বড় ভাই আর নেই সঞ্জীব কুমার ঘোষ

চট্টগ্রাম: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য, বিডিনিউজের ফটো সাংবাদিক সুমন ঘোষ বাবুর বড়ভাই ব্যবসায়ী সঞ্জীব কুমার ঘোষ আর নেই।  

বৃহস্পতিবার (২৮ সেস্টেম্বর) দুপুরে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।

তিনি মুক্তিযুদ্ধের সংগঠক তেজেন্দ্র লাল ঘোষের সন্তান।

সঞ্জীব কুমার ঘোষের মৃত্যুতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম গভীর শোক জানিয়েছেন।

 

পৃথক শোকবার্তায় প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক গভীর শোক জানান।

সাংবাদিক নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৩ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।