ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আইআইইউসিতে আইএফএলের দ্বিতীয় ব্যাচের ওরিয়েন্টেশন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৩
আইআইইউসিতে আইএফএলের দ্বিতীয় ব্যাচের ওরিয়েন্টেশন

চট্টগ্রাম: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ইন্সটিউট অব ফরেইন ল্যাঙ্গুয়েজেস (আইএফএল) এর ২য় ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ অক্টোবর) আইআইইউসির সেমিনার হলে এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

আইআইইউসির প্রক্টর ও ইন্সটিউট অব ফরেইন ল্যাঙ্গুয়েজেস (আইএফএল) এর পরিচালক মো. ইফতেখার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএলের উপ-পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসাইন, আবু ফয়সাল মোহাম্মদ শামীম হায়দার, সাইন্স অব হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক মো. শায়খুল আজম আবরার প্রমূখ।  

আইআইইউসির ইন্সটিটিউট অব ফরেইন ল্যাঙ্গুয়েজেস এ ইংরেজি, আরবি ও তুর্কি এই তিন ভাষার কোর্স চালু আছে।

তিন মাস ভিত্তিক এ সকল কোর্সে স্বল্প খরচে বিদেশি ভাষা শিক্ষা প্রদান করা হয়।  

আইএফলএলের ২য় ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে বক্তারা বিভিন্ন ভাষা শিক্ষার কারিকুলাম, গুরুত্ব এবং অন্যান্য প্রয়োজনীয় দিক তুলে ধরেন। এছাড়া ভবিষ্যতে ফার্সি, চায়না ও অন্যান্য ভাষায় কোর্স চালু করার আশা ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।