ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

নুরুল হক চৌধুরী আর নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৩, অক্টোবর ৬, ২০২৩
নুরুল হক চৌধুরী আর নেই ...

চট্টগ্রাম: দক্ষিণ চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা নুরুল হক চৌধুরী আর নেই। শুক্রবার (৬ অক্টোবর) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

 

তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

সকাল ১০টায় চট্টগ্রাম মেহেদিবাগ সিডিএ জামে মসজিদে প্রথম নামাজে জানাজা শেষে মরহুমের মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি লোহাগাড়ার কলাউজান গ্রামে।  

সেখানে বাদ আসর দ্বিতীয় নামাজে জানাজা শেষে নুরুল হক চৌধুরীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।  

 নুরুল হক চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ লোহাগাড়ার কলাউজান ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২৩
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।