ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় মহাসড়কের পাশে অবৈধ দোকান নির্মাণে অপরাধে জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৩, অক্টোবর ৭, ২০২৩
সাতকানিয়ায় মহাসড়কের পাশে অবৈধ দোকান নির্মাণে অপরাধে জরিমানা 

চট্টগ্রাম: মহাসড়কের পাশে অবৈধ দোকান নির্মাণের অপরাধে সাতকানিয়ায় তিন ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

শনিবার (৭ অক্টোবর) কেরানিহটে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

 

সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বাংলানিউজকে জানান, মহাসড়কের পাশে অবৈধ দোকান নির্মাণ করছিল কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাই।

পরে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় মো. শফিকুর রহমান নামে একজনকে ২ হাজার টাকা,  আব্দুর রহিম নামে আরেকজনকে ১ হাজার টাকা এবং রেজিস্ট্রেশনবিহীন ডাম্প ট্রাকের মালিক মাইনুদ্দীন হাসানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

এর আগে ছদাহা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছহির পাড়ায় সরকারি খাল থেকে অবৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যায়। পরে জব্দকৃত ১০ হাজার ঘনফুট বালি স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় প্রদান করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।