ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে এক দিনে ৩৫ নেতাকর্মী গ্রেফতার, দাবি বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
চট্টগ্রামে এক দিনে ৩৫ নেতাকর্মী গ্রেফতার, দাবি বিএনপির ...

চট্টগ্রাম: সরকারের পদত্যাগের এক দফা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিসহ বিএনপি-জামায়াতের ডাকে সারাদেশে তিন দিনের লাগাতার অবরোধের প্রথম দিনে ৩৫ নেতাকর্মীকে গ্রেফতার করার দাবি করেছে নগর বিএনপি।

সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যা থেকে মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এর মধ্যে আছেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ইয়াছিন, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সুমন, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাজু, আব্দুল্লাহ আল মামুন জিতু, গোলাম নবী আপেল, যুবদল নেতা মো. মহিউদ্দিন, ফরহাদ হোসেন, মো. আলমগীর, চকবাজার ওয়ার্ড বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাসনাত মাসুদ, চকবাজার থানা ছাত্রদলের আহবায়ক আলাউদ্দিন আলো, চকবাজার ওয়ার্ড যুবদল নেতা মো. মামুন, যুবদল নেতা মো. বেলাল আমিন, আবদুস সালাম, চবি ছাত্রদল নেতা মো. সাকিব, পতেঙ্গা থানা যুবদল নেতা আব্বাস উদ্দিন খান, হালিশহর থানা বিএনপি নেতা মো. শাহজাহান, মোহাম্মদ মিন্টু, গোলাম মোহাম্মদ, যুবদল নেতা পারভেজ, ডবলমুরিং থানা কোকো স্মৃতি সংসদের দপ্তর সম্পাদক মোহাম্মদ রবিন, পাঁচলাইশ থানা যুবদল নেতা আবদুল মান্নান, কোতোয়ালী থানা ৩৫ নম্বর বকশিরহাট ওয়ার্ড যুবদল নেতা মঞ্জুর আলম ডিশ মঞ্জু , জালালাবাদ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা মো. রাসেল, বাকলিয়া থানা ১৭ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মো. জাহেদ ও পাহাড়তলী থানা ওয়ার্ড যুবদল নেতা মো. মোস্তফা।

নগর বিএনপির সাবেক উপ দপ্তর সম্পাদক ও বর্তমানে দপ্তরের সমন্বয়ক মো. ইদ্রিস আলী জানান, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম মহানগর বিএনপির ৩৫ নেতাকর্মীকে থানা ও ডিবি পুলিশ গ্রেফতার করেছে।

এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রবেশপথ সিটি গেট এলাকায় শান্তিপূর্ণভাবে অবস্থানে টিয়ার সেল ও গুলি চালিয়ে আহত করে বিএনপির ১৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সিটি গেট এলাকায় পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ।

তিনি জানান, সিটি গেট এলাকায় পুলিশের পক্ষ থেকে ককটেল উদ্ধারের কথা বলা হয়েছে। বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে নিয়ে গিয়ে পুলিশ ককটেল উদ্ধারের সাজানো ঘটনা ঘটিয়েছে। পুলিশের বাধা বিপত্তির মধ্যেও নগরের বহদ্দারহাট বাস টার্মিনালের সামনে ও নগরের শাহ আমানত সেতু সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে বিএনপির নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি পালন করেছেন। বিএনপির শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে সাধারণ মানুষ সাড়া দিয়ে সফল করেছে।  

বাংলাদেশ সময়:২২১৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।