ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

আ.লীগের কৃষি বিষয়ক উপকমিটির সদস্য হলেন আলীনুর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫২, নভেম্বর ১, ২০২৩
আ.লীগের কৃষি বিষয়ক উপকমিটির সদস্য হলেন আলীনুর

চট্টগ্রাম: বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য মনোনীত হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দীন আলীনুর মাঈনু।  

গত ১৭ অক্টোবর সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত ১৭৫ সদস্য বিশিষ্ট আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটি ঘোষণা করা হয়।

এতে মহিউদ্দীন আলীনুর মাঈনুকে সদস্য হিসেবে মনোনীত করা হয়।  

প্রসঙ্গত সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দীন আলীনুর মাঈনু ১৯৯৫ সাল থেকে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে সক্রিয় ছাত্ররাজনীতি শুরু করেন।

এরপর ১৯৯৯ সালে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক, ২০০২ সালে কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন। সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে তিনি সাত বছর কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, খেলাঘর (সরোবর) কোতোয়ালী থানার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।  

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।