ঢাকা, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পতেঙ্গায় বাস উল্টে ১ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০০, নভেম্বর ১০, ২০২৩
পতেঙ্গায় বাস উল্টে ১ জনের মৃত্যু ...

চট্টগ্রাম: নগরের পতেঙ্গায় বঙ্গবন্ধু টানেল টোল বক্স এলাকায় সড়ক বিভাজকের সাথে ধাক্কা খেয়ে বাস উল্টে একজনের মৃত্যু হয়েছে। এসময় বাসটির বেশ ক’জন যাত্রী আহত হন।

শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুবরণকারী ব্যক্তি সাতকানিয়ার বাসিন্দা।

তার নাম আবুল হোসেন।  

পুলিশ জানায়, বাসটি বঙ্গবন্ধু টানেল হয়ে আনোয়ারা প্রান্তে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় এক বাসযাত্রীর মৃত্যু হয় এবং ১৫ জন আহত হয়। পরে রেকার দিয়ে বাসটি সরিয়ে নেওয়া হয়।

পতেঙ্গা থানার ওসি কবিরুল ইসলাম বলেন, আহত বাসযাত্রীদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নরুল আলম আশেক জানান, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।