ঢাকা, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

অবরোধের প্রতিবাদে রোববার ১৯ স্থানে আ.লীগের কর্মসূচি 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৭, নভেম্বর ১১, ২০২৩
অবরোধের প্রতিবাদে রোববার ১৯ স্থানে আ.লীগের কর্মসূচি 

চট্টগ্রাম: বিএনপি জামায়াতসহ নাশকতা নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ১৯টি স্থানে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে মহানগর আওয়ামী লীগ।  

শনিবার (১১ নভেম্বর) মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

 

কর্মসূচি পালনের স্থানগুলো হলো, দারুল ফজল মার্কেট চত্বর, কাটগর মোড়, সল্টগোলা ক্রসিং মোড়, বাদামতলীর মোড়, নয়া বাজার মোড়, এ.কে খান মোড়, সিটি গেইট মোড়, ওয়াসা মোড়, মুরাদপুর মোড়, বহাদ্দারহাট মোড়, কাপ্তাই রাস্তার মাথা মোড়, অক্সিজেন মোড়, আমান বাজার মোড়, মতি টাওয়ার মোড়, বাকলিয়া এক্সেস রোড মোড়, নতুন ব্রিজ মোড়, আন্দরকিল্লা মোড় ও দেওয়ান হাট মোড়।

সমাবেশে দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রাম মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের স্ব স্ব স্থানে অবস্থান গ্রহণ করার জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।