ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে সমুদ্র উপকূল মিলল কিশোরের মরদেহ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৬, নভেম্বর ১৯, ২০২৩
সীতাকুণ্ডে সমুদ্র উপকূল মিলল কিশোরের মরদেহ 

চট্টগ্রাম: সীতাকুণ্ডের কুমিরায় সাগর উপকূল থেকে এক অজ্ঞাত এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।  

রোববার (১৯ নভেম্বর) সকাল ১০ টার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

কিশোরের বয়স আনুমানিক ১৮ বছর।

কুমিরা নৌ পুলিশের ওসি মোহাম্মদ নাছির বাংলানিউজকে বলেন, খবর পেয়ে কুমিরা সাগর উপকূলীয় এলাকা থেকে এক কিশোরের মরদেহ পাওয়া গেছে।

এখনও মরদেহের পরিচয় পাওয়া যায়নি। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।