ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আল্লামা ফজলুল্লাহর ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
আল্লামা ফজলুল্লাহর ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক  ফাইল ছবি

চট্টগ্রাম: বোয়ালখালী উপজেলার খরন্দ্বীপ মুন্সিপাড়া জামেয়া আল-ওয়াহেদিয়া আজিজুল উলুম মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা ফজলুল্লাহ (৮১) প্রকাশ বড় হুজুর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।  

মঙ্গলবার (২১ নভেম্বর) নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

 

মৃত্যুকালে তিনি পরিবার ছাড়াও অসংখ্য শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।  

আল্লামা ফজলুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম-০৭ আসন (রাঙ্গুনিয়া-বোয়ালখালী আংশিক) থেকে নির্বাচিত সংসদ সদস্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

 

শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, মাওলানা ফজলুল্লাহ প্রকাশ বড় হুজুর পবিত্র ধর্ম ইসলামের প্রচার এবং প্রসারে নিবেদিতপ্রাণ ছিলেন। বোয়ালখালীবাসী একজন নিবেদিতপ্রাণ আলেমে দ্বীনকে হারালো। তিনি দ্বীনের বহুমুখী খেদমত করে গেছেন।  

মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন তথ্যমন্ত্রী।  

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।