ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

খোলা জ্বালানি তেল বিক্রি, ৬ দোকানিকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
খোলা জ্বালানি তেল বিক্রি, ৬ দোকানিকে জরিমানা ...

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক, সৈন্যরটেক ও শিকলবাহা এলাকার বেশ কয়েকটি দোকানে বেআইনিভাবে অকটেন, পেট্রল, ডিজেল বিক্রি করায় ৬ দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিষুষ কুমার চৌধুরী এ  অভিযান পরিচালনা করেন।


 
এ সময় অনুমোদন ছাড়া পেট্রল, ডিজেল ও অকটেন বিক্রি করায় মা-বাবা এন্টারপ্রাইজ, শাহজালাল ওয়েল সাপ্লাইয়ার্স, শাহ ছমিয়া অটোমোবাইলস, শাহজালাল ওয়েল সাপ্লাইয়ার্সকে ১০ হাজার করে ৪০ হাজার এবং আবুল কালাম এন্টারপ্রাইজ ও মাহবুব অ্যান্ড কোম্পানিকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পিযুষ কুমার চৌধুরী বাংলানিউজকে বলেন, নিয়মনীতির তোয়াক্কা না করে দোকানের সামনেই বোতলে প্রকাশ্যে পেট্রল, ডিজেল ও অকটেন বিক্রি করছেন দোকানিরা।

জ্বালানি তেল বিক্রি করতে ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদফতর, বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও জেলা প্রশাসনের অনুমতির তোয়াক্কা না করেই ঝুকিপূর্ণভাবে এসব তেল বিক্রি করায় পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ধারা (২০) অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি নাশকতা ও দুর্ঘটনার শঙ্কায় অনুমতি ছাড়া খোলা জ্বালানি তেল বিক্রি বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।