ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বেকারিতে ক্ষতিকর কেমিক্যাল মেশানো বিস্কুট, জরিমানা ৫০ হাজার টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৩, ফেব্রুয়ারি ২২, ২০২৪
বেকারিতে ক্ষতিকর কেমিক্যাল মেশানো বিস্কুট, জরিমানা ৫০ হাজার টাকা

চট্টগ্রাম: আনোয়ারায় বিএসটিআইয়ের অনুমোদনহীন ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত বিস্কুট, রুটি, কেক তৈরি করে বাজারজাত করার প্রমাণ পাওয়ায় বিসমিল্লাহ ফুড প্রোডাক্টস বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বটতলী ইউনিয়নের কালা গাজীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পরে জব্দকৃত পণ্যগুলো মৎসচাষীদের মাঝে বিতরণ করা হয়।  

এ ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার বি-বাড়িয়ার নবী নগর বিদ্যাকোট এলাকার মতিন মিয়ার ছেলে মো. এরশাদের (৩৫) উপস্থিতিতে ১০০ কেজি বিস্কুট, রুটি, জব্দ করা হয় ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ইমন বলেন, অনুমোদনহীন ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত বিস্কুট তৈরি করে বাজারজাত করছিল। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কর্মকর্তা ফারহানা জাহান পারুল, প্রকৌশলী জিল্লুর রহমান।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।