ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আসকার দীঘিতে ডুবে কিশোরের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
আসকার দীঘিতে ডুবে কিশোরের মৃত্যু প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের আসকার দীঘিতে ডুবে মো. মুন্না (১৬) নামের এক কিশোর মারা গেছে। মুন্নার বাবা মোহাম্মদ হানিফ।

 

বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা আড়াইটার দিকে দীঘির দক্ষিণ-পূর্ব কোণা থেকে তাকে উদ্ধার করেন স্থানীয় লোকজন। পরে স্থানীয় মাউন্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

মুন্নার ভাই বাংলানিউজকে জানান, মুন্না দুপুরে গোসল করতে নেমেছিল। তার মৃগী রোগ থাকায় সাঁতার জানা সত্ত্বেও ডুবে গেছে। পরে দীঘির পানিতে ডুবন্ত অবস্থায় তাকে পাওয়া যায়।  

জানাজা শেষে মুন্নার মরদেহ চৈতন্য গলি কবরস্থানে দাফন করা হবে জানান তিনি।  

বাংলাদেশ সময় : ১৮৫৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।