ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ঝড়ো হাওয়ার সঙ্গে চট্টগ্রামে একপশলা বৃষ্টি 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৪
ঝড়ো হাওয়ার সঙ্গে চট্টগ্রামে একপশলা বৃষ্টি  ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: প্রচণ্ড গরমের মধ্যেই হঠাৎ বৃষ্টির দেখা মিলেছে চট্টগ্রামে।  

রোববার (৭ এপ্রিল) সাড়ে ১২টার পর কালো মেঘে ছেয়ে যায় আকাশ।

শুরু হয় ঝড়ো হাওয়া। শোনা যায় বজ্রপাতের শব্দ।
একপশলা বৃষ্টিতে জনজীবনে নেমে আসে স্বস্তি।  

সরেজমিন দেখা যায়, দুপুরে আঁধারে ঢেকে যাওয়া সড়কে হেডলাইট জ্বালিয়ে চলতে থাকে গাড়ি। পথচারীরা আশ্রয় নেন বিভিন্ন শপিং সেন্টার ও দোকানে। ভাসমান ব্যবসায়ী ও ফেরিওয়ালারা ব্যস্ত হয়ে পড়েন পণ্য সামলাতে। লণ্ডভণ্ড হয়ে যায় অনেক ছাদবাগান।  

কাজীর দেউড়ি মোড়ে কথা হয় আজিজুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, এটা স্বস্তির বৃষ্টি। দুর্ভোগ কিছুটা হলেও দেহমনে শীতল আরাম পাচ্ছি। বজ্রপাত, শিলাবৃষ্টি, জলাবদ্ধতার শঙ্কাও আছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. মোছাদ্দেক বাংলানিউজকে জানান, দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে চট্টগ্রামে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।