ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা আহত, আনোয়ারায় সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪১, এপ্রিল ১৭, ২০২৪
সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা আহত, আনোয়ারায় সড়ক অবরোধ ...

চট্টগ্রাম: আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন।

বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়কে দুর্ঘটনায় আহত হন নুরজাহান বেগম (৬৩)। তিনি পরৈকোড়া ইউনিয়নের খাসখামা এলাকার মো. শাহ আলমের স্ত্রী।

স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

জানা যায়, সড়ক পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় আহত হন নুরজাহান বেগম। এরপর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।

আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ বলেন, রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় এক নারী আহত হওয়ার ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।