ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিষধর গ্রিনপিট ভাইপার উদ্ধার চট্টগ্রামে 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
বিষধর গ্রিনপিট ভাইপার উদ্ধার চট্টগ্রামে  ...

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার একটি স্যানিটারি দোকানের পাশ থেকে একটি বিষধর গ্রিনপিট ভাইপার উদ্ধার করা হয়েছে।  

রোববার (২৩ জুন) দুপুর ১২টার দিকে স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্য মোহাম্মদ সামুন সাপটি উদ্ধার করেন।

 

সামুন বাংলানিউজকে জানান, হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট বটতল এলাকায় সাপটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন রাসেল ভাইপার মনে করে মেরে ফেলতে চেয়েছিল। কিছু তরুণ বিষয়টি ফোনে আমাদের জানালে আমি দ্রুত গিয়ে সাপটি উদ্ধার করে প্লাস্টিক জারে ভরে রেখেছি।

টিমের সিনিয়র ভাইদের সঙ্গে পরামর্শ করে বন বিভাগের সহায়তায় সাপটি জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।  

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সাপটি ৫ ফুট লম্বা এবং প্রাপ্তবয়স্ক। তবে তার লিঙ্গ দেখা হয়নি।  

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, জুন ২৩, ২০২৪ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।