ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আ.লীগের সাবেক সংসদ সদস্য বদি র‌্যাব হেফাজতে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
আ.লীগের সাবেক সংসদ সদস্য বদি র‌্যাব হেফাজতে  ফাইল ছবি।

চট্টগ্রাম: দেশের আলোচিত কক্সবাজার-৪ (টেকনাফ-উখিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি র‌্যাব হেফাজতে রয়েছেন।  

মঙ্গলবার (২০ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.শরীফুল-উল- আলম।

 
 
এর আগে রাত আটটার দিকে চট্টগ্রামের জিইসি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজারের টেকনাফের একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
বুধবার তাকে আদালতে তোলা হবে।  

এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।