ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চসিকে ঘুষ বাণিজ্য, হিসাবরক্ষক বরখাস্ত 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
চসিকে ঘুষ বাণিজ্য, হিসাবরক্ষক বরখাস্ত  প্রতীকী ছবি

চট্টগ্রাম: গণমাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগ আসায় চসিকের হিসাব বিভাগের হিসাবরক্ষক মাসুদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চসিক চাকরি বিধিমালা, ২০১৯ এর ৫৫ বিধি মোতাবেক তাকে বরখাস্ত করা হয়।

মঙ্গলবার (২৭ আগস্ট) চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেন।  

এদিকে চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিনের জারি করা আরেক অফিস আদেশে অভিযোগের বিষয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনকে আহ্বায়ক, নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যাকে সদস্য ও জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদকে সদস্যসচিব করা হয়েছে।  

কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।