ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানে দুই পক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৪
রাউজানে দুই পক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ ...

চট্টগ্রাম: রাউজানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছে।  

শনিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাট বাজারে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ যুবদল নেতা মুহাম্মদ ফরিদকে প্রথমে স্থানীয় বেসরকারি হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি পশ্চিম গুজরা ইউনিয়নের বদুমুন্সি পাড়া গ্রামের বাসিন্দা।

এ সময় বেশ কয়েকজন আহত হন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ১০-১৫ মিনিট ধরে সংঘর্ষ চলাকালে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় দোকানপাট। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন রশিদ।

তিনি বলেন, সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছে। বাজারের লোকজনের সঙ্গে কথা বলেছি। এ ঘটনা তদন্ত করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।