ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিএমপির ৯ থানায় নতুন ওসি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৪
সিএমপির ৯ থানায় নতুন ওসি 

চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৯ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে ৯ জন পরিদর্শককে পদায়ন করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়েছে।

৯ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা  (ওসি) হলেন, পুলিশ পরিদর্শক মোহাম্মদ মজিবুর রহমান খুলশী থানা, পুলিশ পরিদর্শক মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরী কোতোয়ালী থানা, সিএমপি ডিবি(পশ্চিম) পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন কর্ণফুলী থানা, উপ-পুলিশ কমিশনার (বন্দর) এর কার্যালয় পরিদর্শক (অপরাধ) মোহাম্মদ মনিরুজ্জামান হালিশহর থানা, পিআর শাখা পরিদর্শক মো. জাহেদুল কবির চকবাজার থানা, পরিদর্শক (ডিবি-পশ্চিম) রমিজ আহমদ সদরঘাট থানা,পরিদর্শক মোহাম্মদ সোলাইমান পাচলাইশ থানা, পরিদর্শক মো. আফতাব উদ্দিন চান্দগাঁও থানা ও পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আখতারউজ্জামান ইপিজেড থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।  

সিএমপির ৯ থানায় ওসি পদে রদবদলের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।