ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রোটারি ক্লাব অব চিটাগং অ্যারিস্টোক্র্যাট এর সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
রোটারি ক্লাব অব চিটাগং অ্যারিস্টোক্র্যাট এর সভা

চট্টগ্রাম: রোটারি ক্লাব অব চিটাগং অ্যারিস্টোক্র্যাট এর নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে |

সম্প্রতি নগরের একটি রেস্টুরেন্টে ক্লাব প্রেসিডেন্ট রোটা. এস এম মুহিবুর রহমান সভাপতিত্বে এ সভায় ক্লাবের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।

এ সময় তিনি বলেন সম্প্রতি বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ত্রাণ প্রদানে  সার্বিক সহযোগিতায়  একে খান গ্রুপ এর ভূমিকা বিশাল প্রশংসার দাবিদার এবং  পাশাপাশি শহরের বিভিন্ন রোটারি ক্লাব ও রোটারেক্টরদের অংশগ্রহণ ক্লাবের সবার মাঝে আশার আলো জাগিয়েছে ।

একে খান গ্রুপ এর  হেড অফ হিউমান রিসোর্সেস রোটারিয়ান মাফরুর হক এর সার্বিক সহযোগিতায় বন্যাকবলিত ৩ হাজারেরও বেশি পরিবারের  জন্যে ত্রাণ সামগ্রী পাঠানোর জন্যে উদ্যোগ নেওয়া হয়| 

পরে ফটিকছড়ি, ফেনী এবং নোয়াখালীতে দুর্গত মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী নির্বিঘ্নে বিতরণ করায় রোটারিয়ান ও রোটারেক্টরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্লাব প্রেসিডেন্ট।

সবশেষে প্রেসিডেন্ট ইলেক্ট নোমান বিন জহির উদ্দিন সবাইকে  ধন্যবাদ জানিয়ে ক্লাবের সভার সমাপ্তি করেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।