ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জনতার সহায়তায় তিন ডাকাতকে অস্ত্রসহ ধরলো পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৪
জনতার সহায়তায় তিন ডাকাতকে অস্ত্রসহ ধরলো পুলিশ ...

চট্টগ্রাম: লোহাগাড়ার পদুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় তাদের কাছ থেকে একটি এয়ারগান, ১টি রাম দা ও ১টি ছোরা উদ্ধার করা হয়।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়। এর আগে পদুয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের জঙ্গল পদুয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

 

তারা হলো- কক্সবাজারের ঈদগাঁও এলাকার মাহামুদুল করিম প্রকাশ মুকিত (২০), সন্দ্বীপের ইয়াছিন আরাফাত (২০) ও পটিয়ার খায়রুল ইসলাম (২২)।

স্থানীয়রা জানান, জঙ্গল পদুয়ায় দুই খালের মুখ এলাকায় গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি দল দেশিয় অস্ত্র নিয়ে জঙ্গল পদুয়াসহ আশপাশের এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি আঁচ করতে পেরে তাদেরকে চারদিক থেকে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে অস্ত্রসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বাংলানিউজকে বলেন, ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ডাকাতদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৪
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।