ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান, ১৭ মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৪
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান, ১৭ মামলা ...

চট্টগ্রাম: সড়কের শৃঙ্খলা রক্ষায় বিআরটিএর উদ্যোগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহগাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৭টি মামলা এবং ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

মঙ্গলবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত এ অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল।

 

উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টমেট্রো-২ সার্কেলের মোটরযান পরিদর্শক মো. শাহাদাত হোসেন চৌধুরী, বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক আব্দুল মতিন, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের বেঞ্চ সহকারী আল-ফরহাদ ও এমিল চাকমা ।

লোহাগাড়া থানা পুলিশের সহায়তায় পরিচালিত এ অভিযানে রুট পারমিটবিহীন ২টি, ড্রাইভিং লাইসেন্সবিহীন ৫টি,  ট্যাক্স টোকেনবিহীন ৩টি, ফিটনেসবিহীন ৫টি ও হেলমেটবিহীন ২টি গাড়ি পাওয়া যায়।

 

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।