ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দুর্গাপূজায় সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার পেলেন দরিদ্র পরিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
দুর্গাপূজায় সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার পেলেন দরিদ্র পরিবার

চট্টগ্রাম: বোয়ালখালীতে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রামের ৭ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের বিগ্রেডিয়ার জেনারেল মো.মাহবুব আলম শিকদার।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার পূর্ব গোমদণ্ডী লোকনাথ মন্দির পূজা মণ্ডপ ও জ্যৈষ্ঠপুরা বীণাপাণি সংঘ পূজা মণ্ডপ পরিদর্শনে যান তিনি।

এসময় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন তিনি।  

এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী থানা ক্যাম্প কমান্ডার মেজর শওকত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সহিদুল আলম, চট্টগ্রাম পল্লী সমিতি-১ এর ডেপুটি জোনাল ম্যানেজার প্রকৌশলী শ ম মিজানুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।