ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়বো: ইসরাফিল খসরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়বো: ইসরাফিল খসরু বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা বাংলাদেশি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, বৈষম্য নেই। ধর্ম যার যার দেশ সবার।

আমরা সবাই মিলে সুন্দর একটি দেশ গড়বো।  

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে নগরের পতেঙ্গা, ইপিজেড এবং  বন্দর থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে ইস‌রাফিল খসরু বলেন, বিএনপি সব সম্প্রদায়ের পাশে আছে। তাদের নিরাপত্তা দেওয়া আমাদের ইমানি দায়িত্ব।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ মিয়া ভোলা, হাজি হানিফ সওদাগর, সরফরাজ কাদের রাসেল, জাহিদুল হাসান, মোহাম্মদ সাহাব উদ্দিন, মোহাম্মদ রোকন উদ্দিন, হাসান মুরাদ, মোহাম্মদ হারুন, মোহাম্মদ ফারুক ও মোহাম্মদ ইলিয়াছসহ অঙ্গ সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।