ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে জাতীয় সমবায় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
বোয়ালখালীতে জাতীয় সমবায় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম: বোয়ালখালীতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা।

শনিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদে এ কর্মসূচি শেষে ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রাসেল চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো.সোলাইমান ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

সমবায়ীগণের পক্ষে বক্তব্য রাখেন প্রবীর চৌধুরী, মো. তাবের, ইয়াছমিন আকতার ও নজির আহমদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৪
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।