ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ছয় দাবিতে আইএইচটি শিক্ষার্থীদের আন্দোলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
ছয় দাবিতে আইএইচটি শিক্ষার্থীদের আন্দোলন ...

চট্টগ্রাম: ছয় দফা দাবিতে সীতাকুণ্ডের ফৌজদারহাটের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীরা।

রোববার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে ফৌজদারহাটের বায়েজিদ সংযোগ সড়ক এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।

পরে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের অনুরোধে মহাসড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা।

ছয় দফা দাবির মধ্যে রয়েছে- স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারী টেকনোলজিস্টদের দশম গ্রেড ও স্নাতক ডিগ্রিধারী টেকনোলজিস্টদের নবম গ্রেড দেওয়া, ঢাকা আইএইচটিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা ও মেডিক্যাল টেকনোলজি কাউন্সিল গঠন করে পেশাদার লাইসেন্স দেওয়া।

শিক্ষার্থীরা জানান, আমাদের কোনো স্বতন্ত্র অধিদপ্তর বা পরিদপ্তর নেই। ফলে আমরা টেকনোলজিস্ট হিসেবে পাস করার পরও কাগজে-কলমে কোনো স্বীকৃতি পাচ্ছি না। কে টেকনোলজিস্ট, কে টেকনিশিয়ান তার পার্থক্য না থাকায় মাত্র দুই তিন মাসের ট্রেনিং শেষ করে টেকনেশিয়ানরা আমাদের এসব পদে চাকরি নিচ্ছে। যা সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রধান অন্তরায়। এছাড়াও বিভিন্ন ভাবে বৈষম্যের শিকার হচ্ছি আমরা। আমাদের ছয় দফা দাবি রয়েছে। যা নিয়ে আমরা দীর্ঘদিন আন্দোলন করছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, আইএইচটির শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছিলেন। তাদের কিছু দাবি ছিল। যেহেতু এটি গুরুত্বপূর্ণ মহাসড়ক এতে যানজট সৃষ্টি হলে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। তাই আমরা শিক্ষার্থীদের অনুরোধ করায় আধঘণ্টা বন্ধ থাকা যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।